কাশ্মিরে যাত্রীবাহী গাড়ি খাদে পড়ে নিহত ৫, আহত অন্তত ১৫

|

ভারতের কাশ্মিরে একটি যাত্রীবাহী গাড়ি খাদে পড়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর

স্থানীয় সময় শুক্রবার (২০ জানুয়ারি) কাশ্মিরের বিল্লাওয়ার এলাকার ধানু প্যারোল গ্রামের কাছে এই দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ বলছে, কৌগ থেকে এই যাত্রীবাহী গাড়িটি রওনা দিয়েছিল। বিল্লাওয়ার এলাকায় পৌঁছনোর পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। আরও একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনিও।

পরে স্থানীয় ও পুলিশের সহযোগিতায় আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। কীভাবে গাড়িটি খাদে পড়ল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply