মানবতাবিরোধী অপরাধে ময়মনসিংহের ৬ জনের মৃত্যুদণ্ড

|

মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ছয় আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বিচারক প্যানেল সোমবার (২৩ জানুয়ারি) এই আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় আসামি হলেন, মো. মোখলেসুর রহমান মুকুল, মো. সাইদুর রহমান রতন, শামসুল হক ফকির, নুরুল হক ফকির, মো. সুলতান মাহমুদ ফকির ও নাকিব হোসেন আদিল সরকার।

আটক, অপহরণ, নির্যাতন, হত্যাসহ ছয়টি অভিযোগে আসামিদের বিরুদ্ধে এ রায় দেয়া হয়। এরমধ্যে তিনটি অভিযোগে তিন জনকে হত্যার অভিযোগে তাদের মৃত্যুদণ্ড দেয়া হয়। বাকি তিন অভিযোগে ৭ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

প্রথম অভিযোগে ত্রিশালের মুক্তিযোদ্ধা আব্দুল হামিদকে হত্যার অভিযোগে ছয়জনকেই মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শুরুতে এ মামলায় মোট ৯ জন আসামি ছিল। পরে কারাগারে তিন আসামি মারা যায়। বিচার শুরুর পর থেকেই বাকি ছয় আসামি পলাতক। তাদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply