পটুয়াখালীতে চোরাই গরুসহ আটক ৩

|

স্টাফ রি‌পোর্টার, পটুয়াখালী:

পটুয়াখালীতে তিনটি গরুসহ চোর চক্রের তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৩ জানুয়ারি) ভোর সোয়া ৪টার দিকে পটুয়াখালী পৌর শহরের টাউন জৈনকাঠি এলাকার মৃধা ব্রিকসের নিকটবর্তী নদীর পার থাকে তাদেরকে আটক করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আটককৃতরা হলো- মাহাবুল সিকদার (৪৬), মো. কামাল হাওলাদার (৪০) ও মো. জসিম (৩৮)। আটককৃত মাহাবুল দশমিনা থানার পূর্ব লক্ষিপুর গ্রামের ফয়জের সিকদারের ছেলে। বাকি দু’জন গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের বাসিন্দা।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা থেকে চুরি করা তিনটি গরু নিয়ে চোর সদস্যের তিনজন টাউন জৈনকাঠি এলাকায় অবস্থান করছে। এ খবর পাওয়ার সাথে সাথে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

পটুয়াখালী গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা বলেন, গোয়েন্দা তৎপরতার কারণে আমরা তিনজন চোরকে ধরতে পেরেছি। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক, চুরিসহ সকল অপরাধ নিয়ন্ত্রণে রাখতে আমরা সবসময় নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply