অটোরিকশায় পুলিশের চাঁদাবাজি বন্ধের দাবিতে আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশা চালকরা। এ সময় মহাসড়কটির দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় আশুলিয়ার বলিভদ্র এলাকায় অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন অটোরিকশা চালকরা। পরে, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে প্রায় দেড় ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
বিক্ষুব্ধ চালকদের অভিযোগ, সোমবার সন্ধ্যায় মহাসড়কে অটোরিকশা চালানোয় দুই পুলিশ সদস্য এক অটোরিকশা চালকের কাছে রেকার বিল দাবি করেন। এ সময় ওই অটোরিকশা চালক তা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে মারপিট করেন ওই পুলিশ সদস্যরা।
এ খবর অন্য অটোচালকদের মাঝে ছড়িয়ে পড়লে বলিভদ্র এলাকায় অবস্থান নেন অটোচালকরা। একপর্যায়ে তারা নবীনগর-চন্দ্রা মহাসড়কে অবরোধ করেন। তারা মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
পরে, অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।
/এসএইচ
Leave a reply