মাদরাসা শিক্ষার্থীদের স্কাউটে যোগ দিতে প্রধানমন্ত্রীর আহ্বান

|

স্কুলের পাশাপাশি মাদারাসা শিক্ষার্থীদের স্কাউট আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রত্যেক শিক্ষার্থীই যেনো স্কাউট প্রশিক্ষণ পায় সে বিষয়ে ব্যবস্থা নেয়ার নির্দেশও দিয়েছেন তিনি।

বুধবার (২৫ জানুয়ারি) সকালে গাজীপুরে ৩২তম এশিয়া প্যাসিফিক ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরির সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে এ আহ্বান জানান তিনি।

সরকার প্রধান বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে তরুণদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কষ্টে অর্জিত স্বাধীনতা যেনো অক্ষুণ্ন থাকে, সে বিষয়ে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান তিনি।

শেখ হাসিনা আরও বলেন, স্কাউটদের দেশপ্রেমে উদ্ধুদ্ধ হতে হবে।স্বাধীনতার সুফল প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে। এ সময় স্কাউট আন্দোলনকে ত্বরান্বিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply