জাতীয় সংসদে দেশের শীর্ষ ২০ ঋণ খেলাপির তালিকা দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ব্যাংকে তাদের ঋণের পরিমাণ ১৯ হাজার ২৮৩ কোটি টাকা। আর তাদের খেলাপি ঋণ হচ্ছে ১৬ হাজার ৫৮৭ কোটি টাকা। ২০ ঋণ খেলাপি প্রতিষ্ঠানের মধ্যে ১০টিই চট্টগ্রামের।
গতকাল মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে সরকারি দলের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে সংসদে এ তথ্য উপস্থাপন করেন অর্থমন্ত্রী। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে তা উপস্থাপিত হয়। এ সময় অর্থমন্ত্রী ২০২২ সালের নভেম্বর মাসভিত্তিক দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণের তথ্য তুলে ধরেন।
তথ্য অনুযায়ী, দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে খেলাপি ঋণের পরিমাণ ৭ লাখ ৮৬ হাজার ৬৫ টাকা। তালিকা বিশ্লেষণে দেখা গেছে, আওয়ামী লীগ নেতাদের পাশাপাশি বিএনপির নেতাদের প্রতিষ্ঠানও রয়েছে শীর্ষ খেলাপির তালিকায়। বেশিরভাগই বিদ্যুৎ, জাহাজ নির্মাণ, পাদুকাশিল্প, ভোগ্যপণ্য ও ইস্পাত খাতের প্রতিষ্ঠান।
শীর্ষ ২০ ঋণ খেলাপির তালিকায় আছে সিএলসি পাওয়ার, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, রিমেক্স ফুটওয়্যার, রাইজিং স্টিল, ইলিয়াস ব্রাদার্স, রূপালী কম্পোজিট লেদার ওয়্যার, ক্রিসেন্ট লেদারস, কোয়ান্টাম পাওয়ার সিস্টেমস, সাদ মুসা ফেব্রিক্স, বি আর স্পিনিং, এস এ অয়েল রিফাইনারি, মাইশা প্রপ্রাটি, রেডিয়াম কম্পোজিট টেক্সটাইল, সামান্নাজ সুপার অয়েল, মানহা প্রিকাস্ট টেকনোলজি, আশিয়ান এডুকেশন, এস এম স্টিল রি-রোলিং মিলস, এ্যাপোলো ইস্পাত, এহসান স্টিল ও সিদ্দিকী ট্রেডার্স।
/এমএন
Leave a reply