গ্রিসে দাবানলে ২০ জনের প্রাণহানি

|

গ্রিসে হঠাৎ ছড়িয়ে পড়া দাবানলে প্রাণ গেছে অন্তত ২০ জনের। আহত শতাধিক মানুষ। হতাহতদের মধ্যে আছে অনেক শিশুও। পরিস্থিতির ভয়াবহতায় এরই মধ্যে বিশ্ব সম্প্রদায়ের সাহায্য চেয়েছে গ্রিক প্রশাসন।

রাজধানী এথেন্সের কাছে বেশ কিছু এলাকায় পৃথক দাবানলে পুড়ে গেছে ১শ’র বেশি বাড়িঘর। আশ্রয়হীন হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত পূর্বাঞ্চলীয় মাতি।

অবকাশ যাপনের জন্য সুপরিচিত শহরটিতেই অগ্নিকাণ্ডে হতাহতের সংখ্যা সবচেয়ে বেশি। আগুনে একটি রিসোর্টে আটকা পড়েছেন ছুটি কাটাতে আসা একদল পর্যটক। পুড়ছে উত্তর-পূর্বের পেন্তেলি ও রাফিনা শহর।

এছাড়া, পশ্চিমের পাহাড়ি এলাকায় অবস্থিত একটি পাইন বনেরও প্রায় ৫০ কিলোমিটার এলাকা আগুনে পুড়ে গেছে। এলাকাগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আগুন নেভাতে কাজ করছে কয়েকশ’ ফায়ার সার্ভিস কর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছেন গ্রিক প্রধানমন্ত্রী অ্যালেক্সিক সাইপ্রাস।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply