ছবি মুক্তির সাতদিন পার হয়ে গেলেও এখনও যেন ঝড় থামছে না পাঠানের। এই ঝড় যে কবে নাগাদ শেষ হবে তা এখনই ঠাওর করা বেশ মুশকিল। তবে এরইমধ্যে শোনা যাচ্ছে পাঠানের স্বত্ব নাকি বিক্রি হচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। খবর আনন্দবাজারের।
খবর শোনা যাচ্ছে, সম্প্রতি অ্যামাজন প্রাইম পাঠানের স্বত্ব কিনল ১০০ কোটি টাকায়। আর ওটিটি প্ল্যাটফর্মে ছবিটি মুক্তি পাবে আগামী ২৫ এপ্রিল।
‘যশরাজ ফিল্মস্’-এর স্পাই ইউনিভার্স-এর এটি চতুর্থ ছবি। পরিচালক সিদ্ধার্থ আনন্দ এর আগে পরিচালনা করেছেন ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হেঁ’, ‘ওয়ার’। প্রতিটি ছবিই দর্শকের নজর কেড়েছিল। তবে ‘পাঠান’-এর মাধ্যমে চার বছর পর শাহরুখের প্রত্যাবর্তন দর্শক মনে এক অন্য ছাপ ফেলেছে। সঙ্গে দীপিকা উপস্থিতি বাড়িয়ে তুলেছে ‘পাঠান’ এর গ্রহণযোগ্যতা।
এটিএম/
Leave a reply