ইসরায়েল চুক্তি লঙ্ঘন করে একের পর এক অভিযান চালিয়ে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করছে বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। মঙ্গলবার (৩১ জানুয়ারি) রামাল্লায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সাথে বৈঠকে তিনি এ অভিযোগ করেন। খবর রয়টার্সের।
ফিলিস্তিন আলোচনায় বসার জন্য প্রস্তুত রয়েছে জানিয়ে নেতানিয়াহু প্রশাসনের দখলদারিত্ব বন্ধে আন্তর্জাতিক মহলকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান ফিলিস্তিনি প্রেসিডেন্ট।
খবরে বলা হয়েছে, জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠকের পর মঙ্গলবার রামাল্লা সফরে যান ব্লিনকেন। চলমান সহিংসতা বন্ধে তিনি ইসরায়েল-ফিলিস্তিন উভয়পক্ষকে শান্ত হওয়ার আহ্বান জানান। এ সময় কয়েক দশকের সংঘাত বন্ধে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের কথাও বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
অ্যান্টনি ব্লিনকেন বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনের নাগরিকরা যাতে একই অধিকার, একই সুযোগ-সুবিধা পায় আমরা সেই প্রচেষ্টা চালিয়ে যাবো। এ অঞ্চলের সহিংসতা কমানোই আমাদের লক্ষ্য। উভয়পক্ষের কোনো পদক্ষেপ যদি সেই লক্ষ্য অর্জনে বাধা হয়ে দাঁড়ায় তবে তার বিরোধিতা করবো।
এদিকে রামাল্লায় ব্লিনকেনের সফরের বিরোধিতা করে বিক্ষোভ করেছে সাধারণ ফিলিস্তিনিরা।
এএআর/
Leave a reply