মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেটের আধিপত্য নিয়ে বায়রার সভায় বাদানুবাদ

|

মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেটের আধিপত্য বিষয়ে উত্তপ্ত হয়ে উঠে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) মতবিনিময় সভা। বাদানুবাদে জড়িয়ে পড়েন জনশক্তি রফতানিকারকরা।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে বায়রার এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। বেশিরভাগ রিক্রুটিং এজেন্টরা বলেছেন, সব বৈধ এজন্সিকে মালয়েশিয়ার শ্রমবাজারে প্রবেশের সুযোগ দিতে হবে।

বায়রার সভাপতি আবুল বাশার বলেন, সবার জন্যে ব্যবসা উন্মুক্ত করে দেয়ার জন্য নীতি নির্ধারকদের কাছে আবেদন জানানো হয়েছে। এ বিষয়ে যোগাযোগ অব্যাহত আছে।

এতে বক্তাদের কেউ কেউ প্রশ্ন তোলেন, সরকারের সাথে সুসম্পর্ক না থাকলে দাবি আদায় সম্ভব নয়। এজন্য মন্ত্রী পর্যায়ে যোগাযোগ বাড়াতে হবে। তারা জানতে চান, মালয়েশিয়ার যেকোনো প্রতিনিধি দল আসার আগে এ ধরনের আয়োজন কেন করা হয়? এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। নেতাদের হস্তক্ষেপে পরিস্থিত স্বাভাবিক হয়ে আসে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply