ইতিহাসের সমাপ্তি: কারখানা ছাড়লো সর্বশেষ জাম্বো জেট

|

বোয়িং কারখানার কর্মকর্তা-কর্মচারীরা আনুষ্ঠানিকভাবে বিদায় জানান সর্বশেষ জাম্বো জেট ৭৪৭ মডেলের বিমানটিকে।

বোয়িংয়ের জাম্বো জেট ৭৪৭ মডেলের সবশেষ বিমানটি কারখানা ছেড়ে যায় বুধবার (১ ফেব্রুয়ারি)। মার্কিন এয়ারলাইনস অ্যাটলাস এয়ারের বহরে যুক্ত হচ্ছে সেটি।

জানা গেছে, এটি বোয়িংয়ের ওয়াশিংটনের কারখানায় উৎপাদিত সেভেন ফোর সেভেন মডেলের ১ হাজার ৫৭৪তম বিমান। ১৯৬৯ সালে যাত্রা শুরুর পর আন্তর্জাতিক বিমানযাত্রায় বৈপ্লবিক পরিবর্তন আনে ‘কুইন অব স্কাইজ’ হিসেবে পরিচিত এ বিমান। প্রায় ৫শ’ যাত্রী বহনে সক্ষম বিশাল এ আকাশযান। তবে, গত ১৫ বছরে আরও লাভজনক ও জ্বালানি সাশ্রয়ী বিমান তৈরি করেছে বোয়িংয়ের ইউরোপীয় প্রতিদ্বন্দ্বী এয়ারবাস। বোয়িংও ঘোষণা দেয় সেভেন ফোর সেভেন এর উৎপাদন বন্ধের। এর বদলে জায়গা করে নেবে হালকা যন্ত্র ও অত্যাধুনিক টুইনজেট প্লেন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply