বগুড়া ব্যুরো:
নির্বাচনে হেরেও নির্বাচন অফিসে হিরো আলমের মিষ্টিমুখ করিয়েছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।
বগুড়া-৪ আসনের উপ-নির্বাচনের ফলাফলে অসন্তুষ্ট হয়ে সংবাদ সম্মেলন করে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন অফিসে আসেন ফলাফলের অনুলিপি উত্তোলন করতে।
এসময় হিরো আলমকে মিষ্টি খাওয়ান সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মাহমুদ হাসান।
আরও পড়ুন: হিরো আলমের অভিযোগ খতিয়ে দেখতে নির্বাচন কর্মকর্তাকে সিইসির ফোন
পরাজয়ের কারণ হিসেবে হিরো আলমের অভিযোগ নির্বাচন কমিশনের দিকে থাকলেও নির্বাচন অফিসে হাসিমুখে মিষ্টিমুখ করেন তিনি।
এ সময় অ নির্বাচন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ফলাফলের অনুলিপি গ্রহণ করে আল রোববার বগুড়া-৪ আসনের ফলাফলের বিষয়ে উচ্চ আদালতে রিট করবেন তিনি।
/এনএএস
Leave a reply