বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের প্রথম ম্যাচে উড়তে থাকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হয়েছে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আফিফ হোসেন ও উসমান খানের জোড়া অর্ধশতকে ১৫৬ রানের পুঁজি পেয়েছে চট্টগ্রাম।
মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এদিন টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম। ব্যাটিং করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে দলটি। মাত্র ৬ রানের মধ্যে মেহেদী মারুফ (শূন্য রান) এবং খাজা নাফেকে (২ রান) হারিয়ে বসে চট্টগ্রাম। সেখান থেকে তৃতীয় উইকেট জুটিতে আফিফ এবং উসমানের ব্যাটে প্রতিরোধ গড়ে দলটি।
এই দুইজন তৃতীয় উইকেট জুটিতে ৮৮ রান যোগ করেন। উসমান ৪১ বলে ৪টি চার ও ৩টি ছয়ে ৫২ রান করে ফিরলে ভাঙে এই জুটি। এরপর অধিনায়ক শুভাগত হোমকে নিয়ে ৩৫ রানের জুটি গড়েন আফিফ। এরপর শুভাগত ফেরেন ১২ রানে। এই সময় ৩ রানের মধ্যে ৩ উইকেট হারায় চট্টগ্রাম। এরপর আউট হয়ে ফেরেন আফিফও।
শেষ ওভারে আউট হওয়ার আগে আফিফ ৪৯ বলে ৬টি চার ও ২টি ছয়ের সাহায্যে করেন ৬২ রান। শেষদিকে নেমে রাসুলি ৯ বলে ১ চার ও ২টি ছয়ে ২১ রানে অপরাজিত থেকে চট্টগ্রামকে দেড়শ’ স্কোর ছাড়াতে সাহায্য করেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৫৬ রান তুলতে সামর্থ্য হয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
কুমিল্লার পক্ষে তানভীর এবং হাসান আলী ২টি করে উইকেট শিকার করেন। এছাড়া, সৈকত আলী নেন ১ উইকেট। অন্য দুই উইকেট যায় রান আউটের ফাঁদে পড়ে।
/আরআইএম
Leave a reply