‘আইএমএফের ঋণছাড় পেতে সব পূর্বশর্ত পূরণ করেছে শ্রীলঙ্কা’

|

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ৩০০ কোটি ডলারের বেইল আউট বা ঋণছাড় পেতে সব পূর্বশর্ত পূরণ করেছে শ্রীলঙ্কা। শনিবার (৪ ফেব্রুয়ারি) দেশটির ৭৫তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এ কথা জানান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। তিনি বলেন, যেকোনো মুহূর্তে সহায়তার ব্যাপারে অনুমোদন দেবে আইএমএফ। দ্য টাইমস অব ইন্ডিয়ার খবর।

দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা ৭০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়ে ২০২২ সালে। মূল্যস্ফীতি, ডলারের বিপরীতে নিজস্ব মুদ্রার দরপতনের কারণে সৃষ্টি হয় এই ভয়াবহ মন্দা। তলানিতে গিয়ে ঠেকে ডলারের রির্জাভ। যার ফলে বিদ্যুৎ, জ্বালানির মতো নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পারেনি সরকার। চরম অস্থিরতা ছড়ায় পুরো দেশে। গণ অসন্তোষের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয় রাজাপাকসে পরিবার। টানাপোড়েনের মধ্যেই শ্রীলঙ্কার দায়িত্ব নেন রনিল বিক্রমাসিংহে। বর্তমানে আইএমএফ’র শর্ত মেনে চীন, ভারত ও জাপানের মতো প্রতিবেশী দাতা দেশগুলোর সমর্থন আদায়ে মনোযোগ দিচ্ছে দেশটি।

লঙ্কান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে বলেছেন, আধুনিক ও শক্তিশালী অর্থনীতি গড়তে যা যা প্রয়োজন- এর ভিত্তি গড়ে দিয়েছে সরকার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সহযোগিতা পেতে অতিক্রম করেছি কঠিন সব বাধা। আমাদের প্রত্যাশা, শিগগিরই শ্রীলঙ্কা হাতে পাবে ঋণের অর্থ। জানি, সরকারের বহু সিদ্ধান্তে জনগণ অখুশি। কিন্তু, তাদের জ্বালানি বা গ্যাসের জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে না। নেই দুর্ভিক্ষের মতো ভয়াবহতাও। ঐক্যবদ্ধভাবে কাজ করলে, ২০৪৮ সালে উন্নত রাষ্ট্রে পরিণত হবে শ্রীলঙ্কা।

আরও পড়ুন: উত্তপ্ত পরিস্থিতিতে ফের বন্দি বিনিময় করলো রাশিয়া-ইউক্রেন

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply