নরসিংদীতে বিক্রির সময় ৬ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৩

|

গ্রেফতারকৃত জুবায়ের ভূঁইয়া, পাভেল ও নাদিম মিয়া।

স্টাফ করেসপনডেন্ট, নরসিংদী:

নরসিংদীতে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রায়পুরা উপজেলা থেকে গ্রেফতার করে রোববার (৫ ফেব্রুয়ারি ) দুপুরে তাদের আদালতে পাঠায় পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- মনোহরদী উপজেলার অর্জুনচর এলাকার রশিদ ভূঁইয়ার ছেলে জুবায়ের ভূঁইয়া (৪২), নরসিংদী সদরের গাবতলী এলাকার নজরুল ইসলামের ছেলে পাভেল (২৫) ও আল আমিনের ছেলে নাদিম মিয়া (২৬)।

তাদের কাছ থেকে উদ্ধারকৃত ছয়টি চোরাই মোটরসাইকেল।

নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে নরসিংদীতে একটি চক্র চোরাই মোটরসাইকেল কেনাবেচায় জড়িত ছিল। শনিবার সন্ধ্যায় রায়পুরা উপজেলার মরজালে ওই চক্রের ৬ সদস্য ৬টি চোরাই মোটরসাইকেল বিক্রির উদ্দেশে হাজির হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ৩ জন পালিয়ে যায় এবং বাকি ৩ জনকে গ্রেফতার করা হয়।

পুলিশ আরও জানায়, তাদের গ্রেফতারের সময় ৬টি মোটরসাইকেল উদ্ধারের পাশাপাশি সাথে থাকা ভুয়া কাগজপত্র জব্দ করা হয়। পরে গ্রেফতারকৃতদের ৫ দিনের রিমান্ড আবেদন করে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply