তুরস্ক-সিরিয়া সীমান্তে ভূমিকম্প: অলৌকিকভাবে জীবিত উদ্ধার ৮ মাসের শিশু

|

সিরিয়া-তুরস্ক সীমান্তের ভূমিকম্পে যখন প্রাণহানি হু হু করে বাড়ছে। এরই মধ্যে প্রাণহানি ছাড়িয়েছে ১ হাজার ৬০০। ধ্বংসপ্রাপ্ত একাধিক স্থাপনা থেকে একে একে উদ্ধার হচ্ছে শত শত মানুষের মরদেহ। এমনই পরিস্থিতিতে ধ্বংসস্তুপ থেকে অলৌকিকভাবে উদ্ধার হলো ৮ মাস বয়সী এক শিশু। খবর বিবিসির।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সিরিয়ার শহর আজাজে বহুতল ভবনের ধ্বংসাবশেষের নিচে শিশুটিকে খুঁজে পান উদ্ধারকর্মীরা। সম্মিলিত চেষ্টায় অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় শিশুটিকে। দ্রুত প্রাথমিক চিকিৎসার জন্য তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়।

চিকিৎসকরা জানান, রক্তমাখা অবস্থায় থাকলেও বড় কোনো চোট পায়নি ছোট্ট এই শিশু। অবশ্য এ ঘটনায় শিশুটির পরিবারের কেউ বেঁচে আছে কিনা সেটি জানা যায়নি।

দীর্ঘ ১২ বছরের যুদ্ধের কারণে সিরিয়ার সীমান্তবর্তী এলাকার স্থাপনাগুলোর এমনিতেই নড়বড়ে অবস্থা। সে কারণেই, ৭ দশমিক ৮ মাত্রার কম্পন সহ্য করতে পারেনি ওই এলাকার অধিকাংশ স্থাপনা। ফলে জোরালো এ ভূমিকম্পে একের পর এক ধসে পড়েছে বাড়িঘরগুলো। যার নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন সহস্রাধিক সাধারণ মানুষ। এখনও অঞ্চলগুলোতে উদ্ধার অভিযান চলছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply