প্রায় ৮ ঘণ্টা গোলাগুলির পর বান্দরবানের থানচি থেকে ৫ জঙ্গিকে আটক করেছে র্যাব। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে এ তথ্য জানান। এ অভিযানে আহত হয়েছেন র্যাবের ৮ জন সদস্য।
ব্রিফিংয়ে র্যাব মহাপরিচালক বলেন, ভোরে উপজেলার রেমাক্রিতে জঙ্গিদের প্রশিক্ষণ কেন্দ্রের সন্ধান পায় র্যাব। ওই স্থানের কাছাকাছি পৌঁছালেই শুরু হয় গো
লাগুলি। কয়েক ঘণ্টা গোলাগুলির পর র্যাব ৫ জনকে আটক করেছে। অভিযানে আহত হয়েছেন র্যাবের ৮ সদস্য।
এ অভিযান এখনো চলছে বলেও জানান এম খুরশীদ হোসেন। পাহাড়ি এলাকাটি ঘিরে রেখেছে র্যাব সদস্যরা। জঙ্গি ও সন্ত্রাসী নির্মূলে পাহাড়ে টানা চার মাস ধরে যে অভিযান চলছে আজকের ঘটনা তারই ধারাবাহিকতা বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক।
এসজেড/
Leave a reply