ওল্ড ট্র্যাফোর্ডে আক্রমণ-পাল্টা আক্রমণের জমজমাট লড়াই শেষে ম্যানচেস্টার ইউনাইটেড ও লিডস ইউনাইটেডের প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে ম্যাচের শুরুতেই গোল হজম করে বসে ম্যানচেস্টার ইউনাইটেড। কেবল ৫৬ সেকেন্ডেই ডি-বক্সের মুখ থেকে নিখুঁত শটে পোস্ট ঘেঁষে বল জালে পাঠান উইলফ্রেদ নিয়ন্তো। আঠারো ও সাতাশ মিনিটে নিশ্চিত দুটি সুযোগ নষ্ট হয় ম্যানচেস্টার ইউনাইটেডের। চার মিনিট পর আবারও ইউনাইটেডের জোরাল শট। দারুণ নৈপুণ্যে কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক।
দ্বিতীয়ার্ধের শুরুতে দুর্ভাগ্যবশত ফের গোল খেয়ে বসে ইউনাইটেড। লিডসের ডাচ ফরোয়ার্ড ক্রিজানসিও সামারভিলের শটে বল ডিফেন্ডার ভারানের পায়ে লেগে জালে জড়ায়। ইউনাইটেড অবশেষে সাফল্যের দেখা পায় ৬২তম মিনিটে। দিয়োগো দালোতের দারুণ ক্রসে লাফিয়ে উঠে হেডে গোলরক্ষককে পরাস্ত করেন র্যাশফোর্ড। ৭০তম মিনিটে সমতা টানে ইউনাইটেড। নিখুঁত শটে গোলরক্ষককে পরাস্ত করেন স্যানচো। এরপর আর কোনো গোল না হলে ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। ২২ ম্যাচে ১৩ জয় ও চার ড্রয়ে ৪৩ পয়েন্ট নিয়ে তিনে ম্যানচেস্টার ইউনাইটেড।
এএআর/
Leave a reply