ঘরের মাঠে পিএসজিকে ২-১ গোলে হারিয়েছে মার্সেই। এ জয়ে মেসি-নেইমারদের বিদায় করে ফরাসি কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলো লিগ ওয়ানের দলটি।
বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠা লড়াইয়ের ৩১ মিনিটে এগিয়ে যায় মার্সেই। ঠান্ডা মাথার স্পট কিকে গোল করেন সানচেস। চোটের জন্য এ লড়াইয়ে ছিলেন না কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের ৩৮তম মিনিটে লিওনেল মেসির ফ্রি-কিক একটুর জন্য লক্ষ্যে থাকেনি। অবশেষে এক মিনিট যোগ করা সময়ের শেষ মুহূর্তে পিএসজিকে সমতা ফেরায় রামোস। এরপরই বাজে বিরতির বাঁশি।
দ্বিতীয়ার্ধের ৫৭তম মিনিটে ফের এগিয়ে যায় মার্সেই। ডি বক্সের বাইরে থেকে মালিনোভস্কির বুলেট গতির শট জড়িয়ে যায় পিএসজির জালে। সমতা ফেরাতে একের পর এক আক্রমণে স্বাগতিকদের ভীষণভাবে চেপে ধরে পিএসজি। তবে অসাধারণ দৃঢ়তায় সব ঠেকিয়ে দেয় মার্সেই। ম্যাচের অতিরিক্ত সময়ে রামোসের গোল অফসাইডের কারণে বাতিল হলে ফরাসি কাপের শেষ ষোলোতেই থেমে যায় মেসি-নেইমারদের পথ চলা।
এএআর/
Leave a reply