সঙ্গীতগুরু শৈলজারঞ্জন মজুমদারের জন্মবার্ষিকীতে সেমিনার

|

নেত্রকোণা প্রতিনিধি

সঙ্গীতগুরু আচার্য্য শৈলজারঞ্জন মজুমদারের ১১৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে নেত্রকোণায় সেমিনার অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার দুপুরে শহরের দত্ত উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জেলা প্রশাসনের সহযোগিতায় এই সেমিনার অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের কার্যকরী কমিটির সভাপতি হাবিবুর রহমান রতনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন দেশ বরেণ্য কবি নেত্রকোণার কৃতি সন্তান কবি নির্মলেন্দু গুণ।

অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন ভারতের শান্তিনিকেতনের বিশ্বভারতী বিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. স্বপন কুমার দত্ত ও ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।

এছাড়াও বাংলাদেশ ও ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এসময় বক্তারা শৈলজারঞ্জন মজুমদারের সৃষ্টি ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply