অনলাইনে পাউরুটি অর্ডার করে মিললো জীবন্ত ইঁদুর

|

বর্তমানে অনলাইনে কেনাকাটা বেশ জনপ্রিয়। তবে এতে যে বিড়ম্বনা নেই তা কিন্তু নয়। বিভিন্ন সময়ে অনলাইন থেকে পণ্য অর্ডার করে খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন এমন মানুষ নেহাত কম নেই। কিন্তু এবার আগের সব ঘটনাকে পেছনে ফেলে ঘটেছে আরেক কাণ্ড।

আয়ারল্যান্ডের বাসিন্দা নিতিন আরোরা ব্লিংকিট নামের একটি অ্যাপে অর্ডার করেছিলেন পাউরুটি। সেটি ডেলিভারি হওয়ার পর দেখেন, পাউরুটির প্যাকেটের ভেতর রয়েছে জীবন্ত ইঁদুর। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

এ নিয়ে তিনি টুইটারে পোস্টও দিয়েছেন নিতিন। তিনি জানান, এমন সার্ভিস পাওয়ার চেয়ে কয়েক ঘণ্টা অপেক্ষা করে কেনাকাটা করাটা বেশি ভালো।

এ ঘটনার পর সংস্থাটির পক্ষ থেকে দুঃখ প্রকাশও করা হয়েছে। তারা জানিয়েছে, এমন ঘটনা কীভাবে ঘটল তা তারা তদন্ত করে দেখছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply