ঘরের মাঠে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ড্রতেই সন্তুষ্ট থাকতে হলো আর্সেনালকে

|

এমিরেটস স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ব্রেন্টফোর্ডের সাথে ১-১ গোলে ড্র করেছে আর্সেনাল।

প্রথমার্ধের পুরোটা সময়েই বল দখলের পাশাপাশি আক্রমণে আধিপত্য করে আর্সেনাল। তবে সুযোগ তৈরির হিসেবে এগিয়ে ছিল ব্রেন্টফোর্ড। ম্যাচের ৬৬তম মিনিটে অবশেষে ডেডলক ভাঙে আর্সেনাল। ওডেগোর ডি-বক্সে খুঁজে নেন বুকায়ো সাকাকে, আর তিনি বাঁ দিকে বাড়ান পাস। বিনা বাধায় আলতো এক টোকায় বাকি কাজ সারেন লিয়ান্দ্র ত্রোসার।

এগিয়ে যাওয়ার আনন্দ অবশ্য স্থায়ী হয়নি আর্সেনালের। আট মিনিট পরই গোল হজম করে তারা। ডি-বক্সে দুই সতীর্থের হেড পাসের পর ডাচ মিডফিল্ডার ক্রিস্তিয়ান নরগো একটু উঁচু করে বল বাড়ান ছয় গজ বক্সে। অনায়াসে হেডে বল জালে পাঠান অরক্ষিত টনি। পুরো ম্যাচে দুই-তৃতীয়াংশ সময় বল দখলে রাখা আর্সেনাল বাকি সময়েও চেষ্টা চালায়। কিন্তু আবারও এগিয়ে যেতে উল্লেখযোগ্য কেমন কিছু করতে পারেনি তারা। ফলে ড্র নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply