দখলদারিত্ব পাকা করতে পশ্চিম তীরের ৯ বসতিকে বৈধতা প্রদান ইসরায়েলের

|

দখলকৃত পশ্চিম তীরের ৯টি বসতিকে বৈধতা দিয়েছে ইসরায়েলি সরকার। দখলদারিত্ব প্রতিষ্ঠায় এটা কট্টর ডানপন্থী নতুন সরকারের প্রথম পদক্ষেপ। খবর এনডিটিভির।

রোববার (১২ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ঘোষণা দেন। তিনি বলেন, দখলকৃত অঞ্চলগুলোতে দ্রুতগতিতে আবাসন প্রকল্পের কাজ এগিয়ে নেয়া হবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও ১০ হাজার আবাসনের ঘোষণা দিতে পারে পরিকল্পনা বিষয়ক মন্ত্রণালয়।

তবে এ ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। তাদের অভিযোগ, এর মাধ্যমে শান্তি আলোচনার সম্ভাবনা নষ্ট হবে। দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পথও আটকে দিচ্ছে জায়নবাদীরা।

১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীর দখলের পর ১৪০টি বসতি নির্মাণ করেছে ইসরায়েল। যাতে বসবাস করেন ছয় লাখের বেশি ইহুদি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply