একবিংশ শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ। এসময় চাঁদ প্রায় দুই ঘন্টা পৃথিবীর ছায়ায় ঢাকা থাকবে। এছাড়া পূর্ণ চন্দ্রগ্রহণের আগে-পরে আরও দুইবার চন্দ্রগ্রহণ হবে।
আজ বাংলাদেশ সময় রাত ১১টা ১৩ মিনিট ৬ সেকেন্ডে শুরু হওয়া চন্দ্রগ্রহণ শেষ হবে ভোর ৫টা ৩০ মিনিট ২৪ সেকেন্ডে।
যখন চাঁদ পুরোপুরি পৃথিবীর ছায়ায় ঢেকে যায় তখন পূর্ণ চন্দ্রগ্রহণ হয়। সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরলরেখায় আসলেই হয় পূর্ণ চন্দ্রগ্রহণ।
এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণকে ‘ব্লাড মুন’ও বলা হচ্ছে। কারণ চন্দ্রগ্রহণের সময় চাঁদকে লাল রংয়ের মতো দেখা যাবে।
বিশ্বের যেসব দেশ থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে তার মধ্যে রয়েছে বাংলাদেশও। মেঘমুক্ত আকাশ থাকলে দেশের যে কোনো স্থান থেকে চন্দ্রগ্রহণ দেখা যাবে।
Leave a reply