৩২ বছর পর কাশ্মিরের হলে ফিরলো সিনেমা, শুরু ‘পাঠান’ দিয়ে

|

প্রায় ৩২ বছর পর কাশ্মিরের হলে ফিরলো সিনেমা। তাও শুরুটা হলো শাহরুখ ও দিপিকা অভিনীত ছবি ‘পাঠান’ দিয়ে। শ্রীনগরের একটি নামী মাল্টিপ্লেক্সে প্রায় ৬টি শো চলছে এই ছবির। তৃতীয় সপ্তাহেও হাউসফুল ছবির শো। উচ্ছ্বসিত হল মালিকরা। খবর আনন্দবাজারের।

শ্রীনগর আইনক্সের এক কর্মী বলেন, ছবিটি ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে, আমরা এতটা ভাল সাড়া পাব ভাবিনি। ৩২ বছর পর সিনেমা হল খুললো কাশ্মীরে, তাও শাহরুখের ছবির জন্য। বহু মানুষ আসছেন এই ছবিটিকে হলে দেখার জন্য।

এখন পর্যন্ত প্রায় ১১,০০০ মানুষ দেখেছেন এটি। শুধু শ্রীনগরের লোকেরাই নন, কাশ্মীরের অন্যান্য জেলা থেকেও দর্শক আসেছে শাহরুখের ছবি দেখতে।

১৯৯০ সালের আগে কাশ্মিরে প্রায় ১২টি সিনেমা হল ছিল। কিন্তু একে একে সবগুলো হল বন্ধ হয়ে যায়। তবে অবশেষে পাঠানের হাত ধরে সিনেমা ফিরলো এই উপত্যকায়।

ভারতজুড়ে যে বিপুল সাড়া ফেলেছে এই ছবি তা নেই সন্দেহের অবকাশ নেই। ছবি মুক্তির পর তিন নম্বর সপ্তাহেই এই ছবির মোট আয় ৯৫০ কোটি। আর কিছুদিনের মধ্যে তা ১০০০ কোটি ছাড়িয়ে যাবে, আশা নির্মাতাদের।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply