ক্ষমতাসীন দলের গ্রিন সিগন্যালে বড়পুকুরিয়া কয়লা খনিতে লাখ লাখ টন কয়লা লোপাট হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। সকালে নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, এ ঘটনার প্রমাণ লোপাটের সাথে সংশ্লিষ্ট একজকে ৪২ দিনের ছুটিতে বিদেশ পাঠানো হয়েছে। দুর্নীতি দমন কমিশন সরকারের দুর্নীতি ধোঁয়ার মেশিন বলেও মন্তব্য করেন রিজভী আহমেদ। বিরোধীদের মধ্যে ভয় ঢোকানের জন্য মাদক অভিযান চালানো হচ্ছে জানিয়ে রিজভী বলেন মাদক বিরোধী অভিযানের নামে বিএনপি নেতা কর্মীদের হত্যা করা হচ্ছে।
Leave a reply