ভালোবাসার উৎসবের দিন আর বসন্তের ফাগুন একই দিনে এসে হাজির। তাতে কী! প্রকৃতি যখন কোকিলের সুরে কথা কয়, নানান রঙের সমাহারে রঙীন হয়। তখন ঠিকই বেরসিক নাগরিক মনে ভালবাসার বসন্ত কড়া নাড়ে। ভালবাসাই সহজ করে দেয় চাওয়া পাওয়ার নানা বিচ্যুতি।
রোদ পালানো এক বিকেলের হাতছানিতে মন বলে উঠে, কী জানি নাই কী জানি নাই। হঠাৎ মৃদুমন্দ হাওয়া কোনো এক উদাসী মেয়ের এলোকেশে দোলা দিলে মনের গোপনে কুঠুরিতে হানা দেয় অজানা সুর।
যে নগরে আবেগ চুরি হয় প্রতিক্ষণে সে নগরে ভালবাসা আর বসন্ত মাঝে মাঝে নিরুপায় বোধ করতেই পারে। তবুও ব্যস্ততাকে পেছনে ঠেলে যারা উপলব্ধি করতে পারেন ভালবাসার মৌসুমকে, তারা খানিক হারিয়ে যায় ভাল লাগায়।
প্রিয় বন্ধুর সাথে এথায়-ওথায় ছুটে চলা। বন্ধুর সঙ্গে কত-কথা, খুনসুটিতে দিন পার। বাধা হয় না নিত্যদিনের কানে তালা লাগা শব্দ শহরের দূষণ-ধুলো।
যুগের সাথে ভালবাসা প্রকাশে এসেছে পরিবর্তন সেসব ব্যাখ্যা-বিশ্লেষণ ভুলে আজ নাহয় ফাগুন-মুহূর্তটুকু থেকে যাক ক্যামেরাবন্দী।
এটিএম/
Leave a reply