আগামীতে কাগজে-কলমে মূল্যস্ফীতি কমলেও জীবনযাত্রার ব্যয় আগের অবস্থায় ফিরিয়ে আনা কঠিন হবে, এমন মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম (ডিজেএফবি) আয়োজিত উন্নয়ন সংলাপে এ মন্তব্য করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। বলেন, বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। যার বড় প্রমাণ, তিন মাস ধরে স্থিতিশীল আছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। প্রতিনিয়ত বাড়ছে রফতানি। তাই যারা বলেছিল, বাংলাদেশের অর্থনীতির অবস্থা বেগতিক হবে, তাদের বুঝা উচিত শ্রীলঙ্কারই বরং বাংলাদেশ থেকে শেখা উচিত।
ড. শামসুল আলম জানিয়েছেন, চালের বাজার চড়া দামে স্থিতিশীল। কেননা, মোটা চাল চিকন করতে গিয়ে খরচ অনেক বাড়িয়ে ফেলছেন মিলাররা। এই চাপ পড়ছে নিম্ন ও মধ্যবিত্তের ওপর।
আইএমএফের ঋণ প্রসঙ্গে তিনি বলেন, বাজেট সহায়তা হিসেবে এই অর্থ নানা কাজে ব্যয় হবে। কোনো সুনির্দিষ্ট খাতে ব্যবহার হবে না।
/এমএন
Leave a reply