নিউজিল্যান্ডে সাইক্লোন ‘গ্যাব্রিয়েল’ এর তাণ্ডবে নিহত অন্তত ৩

|

নিউজিল্যান্ডে প্রলয়ংকারী সাইক্লোন ‘গ্যাব্রিয়েল’ এর তাণ্ডবে প্রাণ হারিয়েছেন অন্তত ৩ জন। এখনও বিদ্যুৎহীন আড়াই লাখের মতো ঘরবাড়ি-স্থাপনা। খবর রয়টার্সের।

দেশটির আবহাওয়া অধিদফতরের তথ্য অনুসারে, ঝড়টি দুর্বল হয়ে নর্থ আইল্যান্ডের দিকে সরে যাচ্ছে। তবে, ঝড়ো হাওয়া আর প্রচণ্ড বৃষ্টিপাতে বিপর্যস্ত গোটা লোকালয়। এখনও অঞ্চলগুলোয় বহাল জরুরি অবস্থা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হাওয়াকে বে, কোরোমান্ডেল ও নর্থল্যান্ড এলাকা। নদীর পানি উপচে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েকটি গ্রাম। দুর্যোগের ভয়াবহতায় বাস্তুচ্যুত হাজার-হাজার মানুষ। অনেকে সাতার কেটে পৌঁছাচ্ছেন নিরাপদ আশ্রয়ে। ছাদ থেকে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করা হচ্ছে বহু বাসিন্দাকে। গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি। তাছাড়া, ভূমিধসে ব্যাহত যোগাযোগ ব্যবস্থাও। পরিস্থিতি মোকাবেলায় সহযোগিতার আশ্বাস দিয়েছে অস্ট্রেলিয়া ও ব্রিটেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply