উন্নয়নের সুফল যেন জনগণ পায় তা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি আবদুল হামিদ

|

ছবি: সংগৃহীত

জনগণের আস্থা অর্জনে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কিশোরগঞ্জের মিঠামইনে ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে’ জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময়কালে এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের মূল কাজ জনগণের কল্যাণে কাজ করা। এজন্য জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে।

স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে আবদুল হামিদ বলেন, শুধু উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করলেই হবে না, জনগণ যেন উন্নয়নের সুফল পায় তা নিশ্চিত করতে হবে।

রাষ্ট্রপতি আবদুল হামিদ তিন দিনের সফরে আজ বিকেলে কিশোরগঞ্জের মিঠামইনে পৌঁছান। তিনি আগামীকাল ইটনা উপজেলার একটি সুধী সমাবেশে বক্তব্য রাখবেন এবং শুক্রবার মিঠামইন ক্যান্টনমেন্ট ও আরো কয়েকটি উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করবেন।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply