তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে বিধ্বস্ত এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে লাখো ধর্মগ্রন্থ। ধ্বংসস্তূপ থেকে সেসব ধর্মগ্রন্থ খুঁজে-খুঁজে সংগ্রহ করছেন তুরস্কের ধর্ম মন্ত্রণালয়ের স্বেচ্ছাসেবীরা। খবর রয়টার্সের।
খবরে বলা হয়েছে, ইতিহাসের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের পর মাঠ পর্যায়ে জরিপ চালান মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এসময় ধ্বংসাবশেষের মাঝে খুঁজে পান বহু কোরআন ও বাইবেল। বেশিরভাগে পাতা পুড়ে অথবা ছিঁড়ে গেছে।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ধর্মগ্রন্থ মাটিতে নয় বরং হৃদয়ে রাখার বস্তু। সুতরাং, উদ্ধারকাজের সময় স্বেচ্ছাসেবীদেরও এ ব্যাপারে সহায়তার আহ্বান জানানো হয়েছে। কিছু ধর্মগ্রন্থের অর্ধেক নিখোঁজ রয়েছে। সেগুলো সংগ্রহের পর ধীরে-ধীরে সংস্কার করা হবে বলে জানিয়েছে স্বেচ্ছাসেবীরা। সংগ্রহের তালিকায় বহু প্রাচীন বইও রয়েছে।
এএআর/
Leave a reply