বেনজেমার জোড়া গোলে রিয়াল মাদ্রিদের দাপুটে জয়

|

ছবি: সংগৃহীত

স্প্যানিশ লা লিগায় পয়েন্ট তালিকার ২০ নম্বর দল এলচেকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে রিয়াল মাদ্রিদ। দুই পেনাল্টির সুযোগ কাজে লাগালেন করিম বেনজেমা করেছেন জোড়া গোল। এই জয়ের ফলে, চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সাথে পয়েন্ট ব্যবধান কমালো কার্লো আনচেলোত্তির শীষ্যরা। 

এলচের বিপক্ষে ম্যাচ শুরুর আগে নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে প্রিয় সমর্থকদের সঙ্গে ক্লাব বিশ্বকাপের শিরোপা উদযাপনও সেরে নেয় বেনজেমারা। এলচের বিপক্ষে শুরু থেকেই চ্যাম্পিয়নের মতো দাপুটে ছিলো রিয়াল। ৮ মিনিটে মার্কো অ্যাসেন্সিওর গোলে এগিয়ে যায় লস ব্লাঙ্কসরা।

ছবি: সংগৃহীত

ম্যাচের ৩১ মিনিটে বেনজেমার হেডে বল রোকোর হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিকে দলের ব্যবধান দ্বিগুণের পাশাপাশি দারুণ এক প্রাপ্তির মাইলফলক স্পর্শ করেন ফরাসি এই ফরোয়ার্ড। রাউলকে ছাড়িয়ে রিয়ালের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার খাতায় নাম লিখিয়েছেন তিনি। রিয়াল মাদ্রিদের জার্সিতে লা লিগায় নিজের ২২৯তম গোলটি করেন বেনজেমা। রিয়াল কিংবদন্তি রাউলের গোল সংখ্যা ছিলো ২২৮টি।

ছবি: সংগৃহীত

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ডজ দিয়ে বেরিয়ে যাওয়া রদ্রিগো বক্সের মধ্যে গনসালেসের পায়ে লেগে পড়ে গেলে আবার পেনাল্টি পায় রিয়াল। বলের লাইনে ঝাঁপিয়েও বেনজেমার শট আটকাতে পারেননি এলচে গোলরক্ষক। ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল।

দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে পাসিং ফুটবলের পসরা মেলে গোছালো আক্রমণ শাণিয়েও ব্যবধান বাড়াতে পারেনি রিয়াল। বেনজেমার শট যায় পোস্টের বেশ বাইরে দিয়ে। ম্যাচের ৮১ মিনিটে দারুণ কোনাকুনি শটে লক্ষ্যভেদ করে চলতি লিগে রিয়ালের ১৫তম জয় নিশ্চিত করে দেন লুকা মদ্রিচ। শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

এই জয়ে লা লিগা পয়েন্ট তালিকায় বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছে বর্তমান চ্যাম্পিয়নরা।২১ ম্যাচে বার্সার পয়েন্ট ৫৬, সমান সংখ্যক ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্ট ৪৮।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply