আকস্মিক পদত্যাগের ঘোষণা দিলেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজন

|

স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজন। ছবি সংগৃহীত

আকস্মিক পদত্যাগের ঘোষণা দিলেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজন। বুধবার (১৫ ফেব্রুয়ারি) পদত্যাগের কথা জানিয়ে বলেন, এটাই সরে দাঁড়ানোর উপযুক্ত সময়। খবর আলজাজিরার।

খবরে বলা হয়েছে, ৮ বছর ধরে স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টারের দায়িত্ব পালন করে আসছেন নিকোলা স্টারজন। দেশটির ইতিহাসে তিনিই সবচেয়ে দীর্ঘ সময় এ পদে আছেন। জানান, একজন উত্তরসূরি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করে যাবেন।

সম্প্রতি স্কটল্যান্ডে জেন্ডার সংস্কার, ট্রান্স-জেন্ডার বন্দি এবং স্বাধীনতার প্রশ্নে যেসব বিতর্ক-টানাপোড়ন চলছে, সেগুলোর সাথে পদত্যাগের সম্পর্ক নেই বলে দাবি করেন নিকোলা।

স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজন বলেন, দায়িত্বগ্রহণের প্রথম দিন থেকেই বিশ্বাস করতাম, ভালো কাজের বিকল্প নেই। সঠিক সময়ে ক্ষমতা হস্তান্তরই সবচেয়ে বড় বুদ্ধিমত্তা। দল বা নেতাকর্মীরা বাধা দিলেও, ক্ষমতা ছাড়ার সাহস রাখা উচিৎ। মনেপ্রাণে বিশ্বাস করি- সেই সময়টা চলে এসেছে। দেশ-দলের স্বার্থে আজ স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার পদ থেকে সরে দাঁড়াচ্ছি। এসএনপির আইন প্রণেতাদের প্রতি অনুরোধ- শিগগিরই নতুন-দক্ষ কাউকে স্থলাভিষিক্ত করুন।

প্রসঙ্গত, ২০১৪ সালে প্রথমবার স্কটিশ ফার্স্ট মিনিস্টার নির্বাচিত হন নিকোলা স্টারজন। তাঁর নেতৃত্বে রাজনৈতিক দল এসএনপি যুক্তরাজ্যের পার্লামেন্ট, স্কটল্যান্ড এবং স্থানীয় নির্বাচনে পায় একের পর এক সাফল্য।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply