তুরস্ক-সিরিয়ার ভূমিকম্পে প্রাণহানি ছাড়ালো ৪৫ হাজার

|

তুরস্ক-সিরিয়ার ভূমিকম্পের ১২তম দিন আজ। এরই মধ্যে ভয়াবহ এ দুর্যোগে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৪৫ হাজার। খবর আল জাজিরার।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) এ তথ্য প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে শুধু তুরস্কেই নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৩৯ হাজার ৬৭২। অন্যদিকে সিরিয়ার সরকার ও জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, সিরিয়ার অংশে এই ভূমিকম্পের ফলে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৮০০ এরও বেশি।

এদিকে ভূমিকম্পের ১১দিন পেরিয়ে গেলেও ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হচ্ছে জীবিতদের। শনিবারও ২৭৮ ঘণ্টা পর কয়েক টন কংক্রিটের নিচ থেকে ৪৫ বছর বয়সী এক বৃদ্ধকে উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। এখনও পুরোদমে জীবিতদের সন্ধানে ধ্বংসস্তূপে অভিযান চালাচ্ছেন স্বেচ্ছাসেবীরা।

এদিকে, তুরস্কে এখন পর্যন্ত ১ হাজার ৫৮৯ জন শিশু পরিবার থেকে বিচ্ছিন্ন। কোনোভাবেই তাদের পরিবারের খোঁজ পাওয়া যাচ্ছে না। বাবা-মা আদৌ বেঁচে আছে কিনা তাও জানে না এসব অসহায় শিশুরা। আশ্রয়কেন্দ্রেও যেসব গৃহহারা মানুষ আশ্রয় নিয়েছেন তাদেরও অবস্থা শোচনীয়। তীব্র ঠান্ডায় তাবুতে দিন কাটাচ্ছেন তারা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply