শিশুদের স্মরণে তুরস্কের ধ্বংসস্তূপে বাঁধা হলো দেড় হাজার লাল বেলুন

|

এক-একটি লাল বেলুন যেনো ভূমিকম্পে মৃত্যুবরণ করা ছোট্ট প্রাণের প্রতিচ্ছবি। রোববার (১৯ ফেব্রুয়ারি) তুরস্কের হাতই প্রদেশে বিরল উদ্যোগের মাধ্যমে স্মরণ করা হয় শিশুদের। খবর রয়টার্সের।

আলোকচিত্রী ওগুন সেভের ওকুর ছিলেন মূল উদ্যোক্তা। তাকে সহযোগিতা করেন একদল দেশি-বিদেশি স্বেচ্ছাসেবী। ধ্বংসস্তূপের মধ্যেই বেরিয়ে থাকা রড-কাঠের মধ্যে তারা বেঁধে দেন এক থেকে দেড় হাজার লাল বেলুন। ওগুন জানান, প্রাকৃতিক দুর্যোগে নিহত শিশুদের প্রতি এটা তার শেষ শ্রদ্ধা। এরমাধ্যমেই করা হলো প্রাণোচ্ছল শিশুদের স্মৃতিচারণ।

জাতিসংঘের শিশু বিষয়ক কমিশন ইউনিসেফের তথ্য অনুসারে, সিরিয়া-তুরস্কে ৭১ লাখের মতো শিশু দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের বেশিরভাগ ভুগছে ঠাণ্ডাজনিত রোগে। দীর্ঘমেয়াদে তারা পড়বে মানসিক যন্ত্রণায়।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply