ডিএসইতে নতুন ৪ পরিচালক

|

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন পর্ষদ গঠনে ৪ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগে অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসিবি)। আগামী ৩ বছর তারা দায়িত্ব পালন করবেন।

সোমবার ডিএসইর পক্ষ থেকে পাঠানো ১৮ জনের নামের তালিকা থেকে এই ৪ জনের নিয়োগ অনুমোদন করা হয়। নতুন পরিচালকদের তালিকায় সুযোগ পাননি পুরোনো কেউ। এবার নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফিজ মোহাম্মদ হাসান ও অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ, ট্যারিফ কমিশনের সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন এবং ওরাকল বাংলাদেশের কার্যক্রমের ব্যবস্থাপনা পরিচালক রুবাবা দৌলা।

এখনও দুজন স্বতন্ত্র পরিচালকের পদ খালি রয়েছে। এই ২ পদের বিপরীতে ডিএসইকে নতুন করে আরও ৬ জনের নাম প্রস্তাব করতে নির্দেশনা দিয়েছে বিএসইসি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply