‘গুলশান অগ্নিকাণ্ডে আহত সামা রহমানের অবস্থা ভালোর দিকে, ঝুঁকিমুক্ত হতে আরও সময় লাগবে’

|

বার্ন ইনস্টিটিউটের প্রধান ডা. সামন্ত লাল সেন। ফাইল ছবি।

গুলশান অগ্নিকাণ্ডে গুরুতর আহত সামা রহমান সিনহার অবস্থা কিছুটা উন্নতির দিকে। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট জানিয়েছে, সে ঘটনায় ভর্তি অন্য রোগীরাও ঝুঁকিমুক্ত।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বার্ন ইনস্টিটিউটের প্রধান ডা. সামন্ত লাল সেন জানান, আইসিইউতেই আছেন সামা রহমান। আজ তার অবস্থা একটু ভালোর দিকে। তবে ঝুঁকিমুক্ত হতে আরও সময় লাগবে বলে জানান তিনি। মেডিকেল বোর্ডের পরামর্শে চিকিৎসা চলছে তার। এদিকে, ছুটির দিন হওয়ায় আগামীকাল আবারও চলবে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের তদন্ত।

রাজধানীর গুলশান-২’র ১০৪ নম্বর রোডের ২ নম্বর বাড়িতে রোববার সন্ধ্যায় লাগা আগুনে এখন পর্যন্ত মারা গেছেন ২ জন। সামা রহমান ছাড়া বাকি আরও ২ জন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। অন্যরা গুলশানের সিকদার মেডিকেল থেকে চিকিৎসা নিয়ে গেছেন। এদিকে, তদন্তের আলামত সংগ্রহ শেষে ভবনটি মালিককে বুঝিয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় কোনো মামলা হয়নি বলে জানায় পুলিশ।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply