ক্ষতিগ্রস্ত এলাকায় ২ লাখ নতুন বাড়ি নির্মাণ করা হবে: এরদোগান

|

ভূমিকম্পে বিধ্বস্ত এলাকায় ২ লাখ বাড়ি নির্মাণ করা হবে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। সোমবার (২০ ফেব্রুয়ারি) এ ঘোষণা দেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের।

গত ৬ ফেব্রুয়ারি ভয়াবহ ভূমিকম্পে তুরস্কের একাধিক অঞ্চলে ধসে পড়ে লক্ষাধিক আবাসিক ভবন ও স্থাপনা। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হাতয়, কাহরামানমারাশ এবং মালত্য প্রদেশ। এসব অঞ্চলেই ২ লাখ বসতবাড়ি বাড়ি বানানো হবে বলে জানিয়েছেন এরদোগান।

এরদোগান বলেন, সারাদেশে মোট ১ লাখ ৯৯ হাজার ৭৩৯টি নতুন বাড়ি বানানো হবে। এর মধ্যে ১ লাখ ৩০ হাজারই তৈরি করা হবে ক্ষতিগ্রস্ত হাতয়, কাহরামানমারাশ এবং মালত্য প্রদেশে। এসব নতুন ভবনগুলোর কোনোটিই ৩-৪ তলার বেশি হবে না, সব ধরনের নীতিমালা মেনেই তৈরি করা হবে সেগুলো।

এদিকে, সোমবার (২০ ফেব্রুয়ারি) ফের ৬.৪ ও ৫.৮ মাত্রার দুটি ভূমিকম্পে নতুন করে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে তুরস্কে। এতে আবারও ধ্বংসস্তূপের নিচে আটকে গেছে মানুষ। এরই মধ্যে ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নতুন করে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকর্মীরা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply