কানাডা-যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘শনিবার বিকেল’

|

ভেরিয়েটি থেকে নেয়া ছবি।

দেশের গুণী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ এখনও আটকে আছে সেন্সরে। তবে তার আগে এলো আরেক সুখবর।

জানা গেছে, মার্চের ১০ তারিখ এটি মুক্তি পাবে। এরপর পৃথিবীর অন্যান্য দেশেও পর্যায়ক্রমে মুক্তির পরিকল্পনা রয়েছে। ভারতীয় পরিবেশক সংস্থা রিলায়েন্স এন্টারটেইনমেন্টের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও কানাডায় সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে ‘শনিবার বিকেল’। সিঙ্গাপুরভিত্তিক পরিবেশক সংস্থা কন্টিনেন্টাল এন্টারটেইনমেন্ট পিটিই লিমিটেড বিশ্বব্যাপী সিনেমাটি পরিবেশনার দায়িত্বে রয়েছে।

প্রসঙ্গত, ২০১৬ সালে গুলশানের হলি আর্টিজানে ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত সিনেমাটির মুক্তি নিয়ে গেল কয়েকমাস ধরেই বেশ সরব দেশের চলচ্চিত্র কর্মীরা। এরই মধ্যে, গত ২১ জানুয়ারি সেন্সর বোর্ডের আপিল কমিটি ‘শনিবার বিকেল’ নিয়ে শুনানি করে। সে সময় জানানো হয়, ‘শনিবার বিকেল মুক্তিতে বাধা নেই’! এরপর থেকেই নির্মাতাও অপেক্ষায় আছেন সেন্সর বোর্ডের ছাড়পত্রের জন্য।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply