নেইমারের পা মচকেছে, লিগামেন্টও ক্ষতিগ্রস্ত

|

ছবি: সংগৃহীত

লিলের বিপক্ষে জয়ের রাতে স্ট্রেচারে মাঠ ছাড়তে হয়েছিল নেইমারকে। তখনই বুঝা যাচ্ছিল, পিএসজির ব্রাজিলিয়ান তারকার চোট বেশ গুরুতর। এমআরআই পরীক্ষার পর দেখা যায় পা মচকে লিগামেন্ট ক্ষতিগ্রস্থ হয়েছে ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের। বিষয়টি নিশ্চিত করেছে পিএসজি কতৃপক্ষ। খবর গোল ডটকমের।

চোটের বর্তমান অবস্থা অনুযায়ী চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে দল থেকে বাদ পড়তে পারেন এই স্ট্রাইকার। আগামী সপ্তাহে তার আরও কিছু পরীক্ষা করানো হবে। চলতি মৌসুমে পিএসজির হয়ে ১৮ গোলের পাশাপাশি ১৭টি অ্যাসিস্টও করেছেন তিনি।

এরমধ্যে চ্যাম্পিয়নস লিগে করেছেন ৩টি গোল, আর ২টি গোলে রেখেছেন অবদান। এদিকে, চোট কাটিয়ে ফিরছেন পিএসজির ল্যাফটব্যাক নুনো মেন্ডেস। চলতি সপ্তাহে দলের সঙ্গে অনুশীলন করবেন ২০ বছর বয়সী এই তারকা।

৯ মার্চ চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর ফিরতি লেগে বায়ার্নের মাঠে নামবে পিএসজি। প্রথম লেগে ঘরের মাঠে জার্মান জায়ান্টদের কাছে ১-০ গোলে হেরে ঘুরে দাঁড়ানোর মিশনে আছে ফরাসি চ্যাম্পিয়নরা।

/আরআইএম/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply