ফাইবার অপটিক ক্যাবল বিচ্ছিন্ন হয়ে দেশের বেশ কিছু জায়গায় ব্যাহত হওয়া গ্রামীণফোনের নেটওয়ার্ক পুনরায় সচল হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে এ তথ্য জানিয়েছে গ্রামীণফোন কর্তৃপক্ষ।
এরআগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে এ সমস্যার সৃষ্টি হয়। পরে প্রায় দুই ঘণ্টা পর তা ঠিক করা হয়। অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখপ্রকাশ করেছে টেলিকমিউনিকেশন কোম্পানিটি।
গ্রামীণফোন জানিয়েছে, উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় ফাইবার অপটিক ক্যাবল কাটা পড়ায় গ্রাহকরা সেবা বঞ্চিত হয়েছিলেন। খোঁজ নিয়ে জানা গেছে, মোট ৩টি জায়গায় ফাইবার কাটা পড়েছিল। এরমধ্যে টাঙ্গাইলে ২ জায়গায় ও সিরাজগঞ্জে এক জায়গায় কাটা পড়েছিল ফাইবার অপটিক্যাল লাইন। রাস্তা সংস্কারের কাজ করতে গিয়ে এমনটা ঘটেছিল বলেও জানিয়েছে গ্রামীণফোন।
এএআর/
Leave a reply