প্রেমিকার পরিবারের লাঞ্ছনা, ট্রেনের নিচে ঝাঁপিয়ে স্কুলছাত্রের আত্মহত্যা

|

দশম শ্রেণির শিক্ষার্থী ওয়াদুদ ইসলাম।

হিলি প্রতিনিধি:

দিনাজপুরের হিলিতে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ওয়াদুদ ইসলাম (১৫) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। নিহত ওয়াদুদ উপজেলার রায়ভাগ গ্রামের রশিদুল ইসলামের ছেলে। সে গোহাড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। ওয়াদুদের পরিবারের অভিযোগ, প্রেমিকার পরিবারের লাঞ্ছনা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে সে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে ওয়াদুদ ট্রেনলাইনে ঘোরাঘুরি করছিল। স্থানীয়দের বারণ সত্ত্বেও সেখানেই বসে ছিল সে। তবে পরে রাজশাহী থেকে ছেড়ে আসা নীলফামারী গামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি সাতকুড়ি রেল গেট এলাকা পার হওয়ার সময় ট্রেনের নিচে ঝাঁপ দেয় ওই কিশোর।

নিহত ওয়াদুদের কয়েকজন সহপাঠী জানায়, নবম শ্রেণির এক ছাত্রীর সাথে ওয়াদুদের প্রেমের সম্পর্ক ছিল। তবে ছাত্রীর পরিবারের লোকজন তা মেনে নিচ্ছিল না।

নিহতের মা বলেন, প্রেমঘটিত কারণে বুধবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওই মেয়ের বাবা তাদের বাসায় ডেকে নিয়ে যায় ওয়াদুদকে। পরে কয়েকজন মিলে তাকে বেধড়ক মারধর করে। সেই লাঞ্ছনা সহ্য করতে না পেরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে হিলি জিআরপি পুলিশ ফাঁড়ির এসআই রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এএআর/এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply