চীনে কয়লা খনিতে ধস: প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৬ জনে

|

চীনে কয়লা খনি ধসে প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৬ জনে। এখনো নিখোঁজ রয়েছেন ৪৭ শ্রমিক। এ ঘটনায় বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) গুরুতর আহত অবস্থায় ৬ শ্রমিককে উদ্ধার করা হয়েছে। স্থানীয় হাসপাতালেই তাদের চিকিৎসা চলছে। বাকিদের সন্ধানে চলছে তল্লাশি অভিযান। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

গত বুধবার মঙ্গোলিয়ায় স্থানীয় সময় দুপুর একটার দিকে খনিতে ধসের ঘটনা ঘটে। উদ্ধার অভিযান শুরু হলে ওই দিন বিকেল সোয়া ৫টার দিকে আবারও খনিতে দ্বিতীয়দফা ধসের ঘটনা ঘটে।

প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নির্দেশে ঘটনাস্থলে কাজ করছে ১৯টি দলের প্রায় এক হাজার উদ্ধারকর্মী। তাদের সাথে রয়েছে দেড় শতাধিক বুলডোজার ও ভারী উদ্ধার সরঞ্জাম।

গতবছরও নিরাপত্তা বিধিমালা লঙ্ঘনের দায়ে জরিমানা গুণতে হয়েছে এই খনির মালিক প্রতিষ্ঠানকে। কাজের পরিবেশ নিশ্চিতে কড়াকড়ি না থাকায় চীনের খনিগুলোয় নিয়মিতই দুর্ঘটনা ঘটে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply