ইকুয়েডরে সেতু ভেঙ্গে তেলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ৩ সপ্তাহের জন্য বন্ধ রাখা হয়েছে দেশটির তেল কোম্পানিগুলোর কার্যক্রম। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানকেও দেয়া হয়েছে কার্যক্রম স্থগিতের নির্দেশনা। খবর রয়টার্সের।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে দেশটির জ্বালানী মন্ত্রলালয় জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধানের তদন্ত চলছে। তিন সপ্তাহের মধ্যেই পাইপলাইন খুলে দেয়া হবে।
গত সপ্তাহে ইকুয়েডরের নাপা প্রদেশের একটি সেতু ধ্বসের পর জরুরিভাবে তেলপাইপলাইন বন্ধ রাখার নির্দেশ দেয় প্রশাসন। রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি পেট্রোকুয়েডর জানায় , তারা ইতিমধ্যেই ধীরে ধীরে কূপ বন্ধ করা শুরু করেছে। আগামী সাত দিনের মধ্যে পাম্পিং পুনরায় শুরু হতে পারে বলে প্রত্যাশা তাদের।
প্রসঙ্গত, শিলা ও ভূমিধ্বসের কারণে ইকুয়েডরে প্রায়ই বন্ধ রাখা হয় জ্বালানি সরবরাহের পাইপলাইন। তবে এবারের সেতু ভাঙ্গার ঘটনাকে অভ্যন্তরীণ ক্ষতি হিসেবে দেখছে দেশটির প্রশাসন।
/এসএইচ
Leave a reply