পরীক্ষার মার্কশিট দিতে দেরি হয়েছে, এ জন্য কলেজের অধ্যক্ষের গায়ে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে দেন ২৪ বছর বয়সী আশুতোষ শ্রীবাস্তব। গেলো সোমবার ইনদওরের সিমরোল এলাকার কাছে এ ঘটনা ঘটে। এতে পুড়ে যায় সেই শিক্ষক বিমুক্তার শরীরের ৯০ শতাংশ। খবর আনন্দবাজারের।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত সেই ছাত্রকে।
পুলিশ সূত্রের খবর, সোমবার কলেজ থেকে বেরিয়ে নিজের গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলেন কলেজ শিক্ষক বিমুক্তা। এমন সময় ছাত্র আশুতোষ অধ্যক্ষের গায়ে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে দেন। আগুন জ্বালাতে গিয়ে নিজেও কিছুটা আহত হন অভিযুক্ত আশুতোষ।
বিএম ফার্মেসি কলেজের প্রাক্তন ছাত্র ছিলেন আশুতোষ। মার্কশিট দিতে দেরি হওয়ার কারণে রাগের মাথায় অধ্যক্ষকে পুড়িয়ে মারতে চেয়েছিলেন বলে তিনি নিজেই দাবি করেছেন।
এর আগেও বিমুক্তাকে ভয় দেখিয়ে নানা রকম মেসেজ করতেন আশুতোষ। কয়েক মাস আগে কলেজের এক শিক্ষকের ওপর হামলা করার অভিযোগে আশুতোষকে আটক করা হয়েছিল। তবে কিছুদিন পর তাকে জামিনে ছেড়ে দেয়া হয়।
এটিএম/
Leave a reply