জাবিতে গেস্টরুম না করায় নির্যাতনের অভিযোগ, ৪ দিনেও হয়নি তদন্ত কমিটি

|

সাভার প্রতিনিধি:

রাজনৈতিক কর্মসূচি ও গেস্টরুমে অনুপস্থিত থাকায় চার শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রলীগের ৯ কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে এখনো কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। এছাড়া, ঘটনার ৪ দিন পেরিয়ে গেলেও গঠিত হয়নি তদন্ত কমিটি।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের ২১৯ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিয়ে ভুক্তভোগীদের মধ্যে সাকিবুল ইসলাম ফারাবি নামে এক শিক্ষার্থী রোববার (২৬ ফেব্রুয়ারি) হল প্রাধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ করেন।

এ বিষয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক নাজমুল হাসান তালুকদার জানান, ঘটনার তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply