প্রধান কোচ হয়ে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশে ফিরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটিই হাথুরুসিংহের প্রথম চ্যালেঞ্জ। মাঠে নামার আগে এক সপ্তাহ কাজ করার সুযোগ পেয়েছেন তিনি দলের সঙ্গে। খুব বেশি সময় না হলেও, ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে টাইগাররা পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন হাথুরুসিংহে। বিশ্ব চ্যাম্পিয়নদের শক্তিশালী দাবি করে নিজেদের অবস্থান বুঝতে চান এই কোচ।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার (১ মার্চ) বেলা ১২টায় শুরু হবে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম খেলা। সিরিজ শুরুর আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে দুই দলের শক্তিমত্ত্বা তুলনায় সেটি একটু মনে করিয়ে দেয়ার চেষ্টা করেছেন বাংলাদেশের এই কোচ।
হাথুরুসিংহে বলেন, নিঃসন্দেহে ইংল্যান্ড শক্তিশালী প্রতিপক্ষ। গত ১০ বছরে ইংলিশরা এগিয়েছে বেশ। প্রতিটি টেস্ট খেলুড়ে দেশই এটা ঈর্ষা করে। প্রতিটি কোচই স্কোয়াডে এমন গভীরতা তৈরি করতে চায়। আশা করি, আমিও এমন কিছু করে যেতে পারবো এবারের মেয়াদ শেষে।
বিশ্ব চ্যাম্পিয়ন দলের বিপক্ষে খেলা সব সময়ই নিজেদের শক্তিমত্ত্বা বাজিয়ে দেখার সুযোগ। হাথুরুসিংহে মনে করিয়ে দিয়েছেন সেটিও। তিনি বলেন, নিজেদের অবস্থানটা বোঝার জন্য তাদের বিপক্ষে খেলা আসলেই আমাদের জন্য ভালো একটা সুযোগ। এমন কন্ডিশনে ভালো করলে নিজেদের ব্যাপারে আত্মবিশ্বাস অনেক বাড়বে।
হাথুরুসিংহে আরও বলেন, তাদের কথা ভেবে যদি আমাদের নিজেদের টেনে তুলতে হয়, তাহলে সেটা সঠিক প্রেরণা হলো না। জাতীয় দলের হয়ে খেললে আপনি সব সময়ই ভালো করতে চাইবেন। এটা নিয়ে প্রশ্ন নেই। প্রশ্ন হচ্ছে, আপনি বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলছেন। তাদের একটা দল এক জায়গায় খেলছে, আরেক জায়গায় আরেকটি দল। তাদের স্কোয়াড গভীরতা আসলেই বিস্ময়কর।
/আরআইএম
Leave a reply