বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে নেই গেইল

|

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে অভিজ্ঞ হার্ডহিটার ব্যাটসম্যান ক্রিস গেইলকে। তবে দলে ফিরেছেন মারলন স্যামুয়েলস, আন্দ্রে রাসেল, চ্যাডউইক ওয়ালটন আর বাহাতি পেসার শেলডন কর্টেল। ওয়েস্ট ইন্ডিজের নেতৃত্ব থাকবে কার্লোস ব্র্যাথওয়েটের কাঁধে।

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি আগামীকাল ভোর সাড়ে ছয়টায় অনুষ্ঠিত হবে। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে মুখোমুখি হবে দুইদল।

টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নদের সাথে লড়াইয়ের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ। দেশের বাইরে ৯ বছর পর ওয়ানডে সিরিজ জয়েই যেন বদলে গেছে পুরো দলের চেহারা। ফর্মেটটা ভিন্ন হলেও, নিজেদের সেরাটা খেলতে পারলে সিরিজ জয় অসম্ভব বলে মনে করছেন না টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।

ইনজুরি কাটিয়ে টি-টোয়েন্টিতে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। সেই সাথে দলের সাথে যোগ দিয়েছেন সৌম্য সরকার আর অলরাউন্ডার আরিফুল ইসলাম।

টি-টোয়েন্টিতে আগে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশ মুখোমুখি হয়েছিলো ৬ খেলায়। এর মধ্যে দুইটিতে জয় পেয়েছে টাইগাররা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply