হাথুরু-ডোনাল্ডের সাথে সেন্টার পিচে সাকিব; টাইগারদের দুশ্চিন্তার নাম টপ অর্ডার

|

ছবি: সংগৃহীত

৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে আগামীকাল বুধবার। ম্যাচের আগে শেষবারের মতো অনুশীলনে গিয়ে প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে আর বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের সাথে উইকেট বোঝার চেষ্টা করেছেন সাকিব আল হাসান। কারণ এই পিচেই আগামীকাল টাইগারদের ইংলিশ পরীক্ষা। তবে ইংল্যান্ড সিরিজে উইকেটের পাশাপাশি বাংলাদেশের বড় দুশ্চিন্তার নাম টপ অর্ডারের ব্যর্থতা।

ছবি: সংগৃহীত

ম্যাচের আগের দিন অনুশীলনে গিয়ে সোজা মিরপুরের সেন্টার উইকেটের দিকে হাঁটা ধরলেন মুশফিকুর রহিম। খানিক বাদে আসলেন বাংলাদেশের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। উইকেটের পাশে যথারীতি পায়চারী করতে থাকা গামিনী ডি সিলভার সঙ্গে কথা বলে নিশ্চয় বোঝার চেষ্টা করেছেন তার পেসারদের জন্য কতটা কঠিন পরীক্ষা অপেক্ষা করছে।

ততক্ষণে পিচ পর্যবেক্ষণে যোগ দিয়েছেন জেমি সিডন্স। খানিক বাদে এগিয়ে গেলেন হেড কোচ হাথুরুসিংহে। লম্বা আলোচনা চললো গামিনীর সঙ্গে। ক্যাপ্টেন তামিমের দেখা নেই, তবে সাকিব ছিলেন পাশেই। উইকেট দেখার সুযোগ তিনি কেনই বা মিস করবেন। এগিয়ে গিয়ে কাছ থেকে দেখলেন উইকেট, করলেন শ্যাডো ব্যাটিং।

ছবি: সংগৃহীত

উইকেট থেকে নজর সরিয়ে একটু তাকানো যাক বাংলাদেশের সবশেষ কিছু ওয়ানডে পরিসংখ্যানে। শেষ ৫ ওয়ানডেতে ৩ জয়ের পাশাপাশি ২ পরাজয় বাংলাদেশের। তবে ঘরের মাঠে ১২ সিরিজ ধরে অপরাজিত টাইগাররা।

ব্যাটিংয়ে বাংলাদেশের সবচেয়ে বড় চিন্তার নাম টপ অর্ডার। শেষ ৫ ম্যাচে প্রায় ৫০ শতাংশ রানই এসেছে মিডল অর্ডারদের ব্যাটে। বিপরীতে টপ অর্ডারের অবদান মাত্র ৩০ শতাংশের মতো। ভালো শুরু নিয়ে ভুগছে বাংলাদেশ। ৬ মাস পর একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবেন তামিম। দলের দায়িত্বের সাথে ওপেনিংয়ের গুরু দায়িত্বও নিতে হবে তাকে। সদ্য সমাপ্ত বিপিএলের পরিসংখ্যানও খুব একটা তামিমের পক্ষে কথা বলছে না। ১০ ম্যাচে পেয়েছেন মাত্র দুই ফিফটি।

ছবি: সংগৃহীত

সবশেষ ম্যাচগুলোতে পাওয়ারপ্লে অনুযায়ী বাংলাদেশের রান তোলার গড়ে নজর বোলালে দেখা যায় মাঝের ৩০ ওভার অর্থাৎ ২য় পাওয়ারপ্লেতে ওভার প্রতি ৪.২৩ গড়ে রান তুলছে বাংলাদেশি ব্যাটাররা। যে কারণে বড় সংগ্রহের বিচারে বেশ খানিকটা পিছিয়েই থাকছে বাংলাদেশ।

তবে বোলিং ডিপার্টমেন্টের সাম্প্রতিক পারফরমেন্স ঈর্ষণীয়। শেষ ৫ ওয়ানডে ম্যাচে স্পিনারদের সাথে তাল মিলিয়ে উইকেট তুলেছেন পেসাররা। ৫.৪ ইকোনমি গড়ে স্পিনারদের ২১ উইকেটের বিপরীতে পেসাররা ৫.৬ ইকোনমিতে তুলেছেন ২২ উইকেট।

আরআইএম/ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply