ঈশ্বরদীতে উপজেলা মহিলা শ্রমিক লীগের কমিটি ও পাল্টা কমিটির দ্বন্দ্বের জেরে এমপি সমর্থিত আহবায়ক কমিটিকে বাতিল বলে ঘোষণা করেছে কেন্দ্রীয় জাতীয় মহিলা শ্রমিক লীগের দফতর সেল।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, স্থানীয় ছাত্রলীগের কমিটি গঠন নিয়েও দ্বন্দ্বে জড়িয়েছিল দুপক্ষ। সেবার ছাত্রলীগের নবঘোষিত কমিটির বিপক্ষে এমপি সমর্থিতরা শহরে রাস্তা বন্ধ করে ও টায়ার পুড়িয়ে বিক্ষোভ করেন। পরে বিষয়টি আওয়ামী লীগের শীর্ষ নেতাদের পর্যন্ত গড়ায়।
গত জানুয়ারিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলকে কেন্দ্র করে কনক সমর্থিত দুই ছাত্রলীগ নেতার বাড়ি ভাঙচুরের জেরে এম,পি সমর্থিতদের বিরুদ্ধে মামলা দায়ের করে ভুক্তভোগীরা। যদিও উক্ত মামলায় কাউকে গ্রেফতার করা হয়নি।
এদিকে, উপজেলা যুবলীগের কমিটির জন্য ব্যক্তিগত তথ্য আহ্বানের পর দীর্ঘ কয়েক মাস পেরিয়ে গেলেও দেখা নেই কমিটির। জানা গেছে, এক্ষেত্রেও উভয়পক্ষের প্রায় এক ডজন নেতা কমিটির নেতৃত্ব চান। কমিটি নিয়ে দু-একজনকে প্রশ্ন করা হলেও তারা কোনো মন্তব্য করতে চাননি।
/এসএইচ
Leave a reply